শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৫Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দু'জনের। সন্দেহ করা হচ্ছে পানীয় জলের কল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। ব্যাপক আতঙ্ক হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জিরাট হাসপাতালে ভর্তি আক্রান্ত দু'জন। বাকিরা ভর্তি রয়েছেন কালনা সদর হাসপাতালে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।
ডায়েরিয়ার প্রকোপ প্রকট হয় গত রবিবার থেকে। ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াপাড়া গ্রামে একের পর এক বাসিন্দার পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন ছাড়িয়ে যায়। আক্রান্ত দু'জনকে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে করা হয়েছিল। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় দু'জনের। মৃত দু'জন ওই গ্রামেরই বাসিন্দা মাতাল টুডু(৫০) এবং বনি কিস্কু(৬০)।
সম্প্রতি অতিবৃষ্টি এবং ডিভিসি র ছাড়া জলে প্লাবিত হয়েছিল ওই এলাকা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দেহ করা হচ্ছে পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে। তাই ওই এলাকার পানীয় জলের টিউবয়েল গুলি বন্ধ করে খুলে ফেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্যানার লাগিয়ে গ্রামের দু'টি পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আপাতত পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জলের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পেট খারাপ, বমি হচ্ছিল। কী থেকে হচ্ছে তা প্রথমে বুঝতে পারা যায়নি। এই উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই কালনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর আশা কর্মীদের মারফত পৌঁছয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি বলেছেন, ডায়েরিয়া হয়েছে গ্রামে জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জলের কল থেকে এই ডায়েরিয়া ছড়িয়েছে। তাই কলগুলোকে খুলে ফেলা দেওয়া হয়েছে। পুকুরের জল ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কালনা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে কয়েকজন সুস্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীকালে আবারও কয়েকজনের একই উপসর্গ দেখা দিলে তাঁদের আবার জিরাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে কাজ করছেন আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা।
এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। সোমবার ব্লক স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল টিম গ্রামে গিয়েছিল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম গ্রামে পৌঁছয়। জল থেকে না কোনও খাবার থেকে রোগ ছড়িয়েছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিন গ্রামে পৌঁছে জেলা স্বাস্থ্য দপ্তরের টিমকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। গোটা গ্রাম ঘুরে দেখার পর মহকুমা শাসক জানিয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টিম পর্যবেক্ষণে এসেছে। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে। কী কারণে রোগ ছড়াচ্ছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন, আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা।
ছবি পার্থ রাহা।
#Hooghly# Diarrhoea
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...
হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...
কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...
শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...
রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...
জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...
সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...
ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক
'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...
আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...
ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...
পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...